Header Ads

Learn More with Experience

শক ট্রিটমেন্ট (SHOCK TREATMENT) Part-3


বিদ্যুৎস্পৃষ্ট হলে করণীয়-
.বিদ্যুতস্পৃষ্টব্যক্তিরগায়েহাতদেওয়াযাবেনা
.বৈদ্যুতিকসুইচসঙ্গেসঙ্গেবন্ধকরেদিতেহবে
.সুইচবন্ধকরাসম্ভবনাহলেশুকনোখবরেরকাগজউলেরকাপড়শুকনোকাঠেরটুকরাঅথবারাবারদিয়েবিদ্যুতস্পৃষ্টব্যক্তিকেবৈদ্যুতিকউৎসথেকেধাক্কাদিয়েআলাদাকরতেহবে
.ধাক্কাদেওয়াএবংসুইচবন্ধকরাসম্ভবনাহলেদ্রুতবৈদ্যুতিকঅফিসেখবরদিতেহবে
৫. তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। রোগীর অবস্থা   আশঙ্কাজনক হলে চিকিৎসা করতে হবে। তড়িতাহত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।পদ্ধতি গুলো নিম্নরূপ-
 Image result for electrical safety
মুখ থেকে মুখ পদ্ধতি
১. তড়িতাহত ব্যক্তিকে চি করে শোয়াতে হবে।
২.  মুখ ওগলা ভালভাবে পরিষ্কার করতে হবে (যদি আলগা দাঁত বাঁধানো থাকে)
.এই প্রক্রিয়ার সাহায্যকারীকে হাতের বৃদ্ধাঙ্গুলি রোগীর দাঁতের মধ্যে ঢুকিয়ে ধরতে হবে।
৪.পরবর্তীতে রোগীর মাথা পিছন দিকে বাঁকিয়ে চোয়াল উঁচু করে নাক দুটি ধরতে হবে।
৫.তারপর সাহায্যকারীকে দীর্ঘশ্বাস নিয়ে রোগীর মুখের মধ্যে মুখ লাগিয়ে রোগীর বুকের ভিতর সবেগে হাওয়া পাম্প করে দিতে হবে, যাতে মুখের ভিতর বাতাস বৃদ্ধির ফলে উঁচু হয়ে আসে। 
৬.বুক উঁচু হওয়ার সাথে সাথে মুখ ছেড়ে দিলে হাওয়া বের হয়ে আসে।
৭.এই প্রক্রিয়া ৪/৫ সেকেন্ড অন্তর অন্তর করতে হবে।
নেইলসনপদ্ধতি
১.তড়িতাহত ব্যক্তির সম্মুখ দিকটা অগ্নিদগ্ধ হলে উপুর করে শোয়ানো যাবে না।
২.আহত ব্যক্তিকে চিৎ করে শুইয়ে দিয়ে ঘাড়ের নিচে বালিশ বা কাপড় দিতে হবে।
৩.তারপর সাহায্যকারীকে আহত ব্যক্তির মাথার দিকে হাঁটু গেড়ে বসে রোগীর হাত দুটি বুকের উপর চেপে ধরতে হবে।
৪.কনুইতে ২/৩ সেকেন্ড চাপের ফলে ফুসফুস সম্প্রসারিত হয়ে বাতাস ভিতরে ঢুকবে।
৫.তারপর বাহুদুটিকে ধীরে ধীরে আগের অবস্থায় আনতে হবে ফলে বাতাস বাইরে বের হয়ে আসবে।
৬.এই প্রক্রিয়া মিনিটে ১২-১৫ বার করতে হবে যতক্ষণ পর্যন্ত শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক না হয়ে আসে।

স্ক্যাফর পদ্ধতি
১.তড়িতাহত ব্যক্তিকে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করার পরপরই উপুড় করে শুইয়ে দিতে হবে।
২. সাহায্যকারী আহত ব্যক্তির উরুর দুপাশে হাঁটু গেড়ে বসবে।
৩. সাহায্যকারীকে তার হাঁটুর উপর ভর রেখে দু হাত রোগীর দু পাশের পাঁজরে চাপ দিতে হবে।
৪. এতে রোগীর ফুসফুস থেকে বাতাস বের যাবে আবার বাতাস ফুসফুসের ভিতরে ঢুকবে।
এই প্রক্রিয়া মিনিটে ১৫ বার করতে হবে যতক্ষণ পর্যন্ত চিকিৎসক উপস্থিত হন।

No comments

Theme images by funstickers. Powered by Blogger.