Header Ads

Learn More with Experience

ইলেক্ট্রিশিয়ানদের নিরাপত্তার শর্তাবলী ( SAFTY RULES OF ELECTRICIANS) Part-1

১. সর্বদা ইলেকট্রিক কারেন্ট থেকে সাবধানতা অবলম্বন করা উচিত।
Image result for electrical safety২. যদি কোন ব্যক্তি বৈদ্যুতিক চালু লাইনে আঘাত পেয়ে লাইন হতে ছুটতে না পারে তবে তাৎক্ষণিক-ভাবে মেইন সুইচ বন্ধ করতে হবে। তা সম্ভব না হলে নিজেকে বিপদমুক্ত রেখে অর্থাৎ মোটা কাগজ বা শুকনো কাঠের উপর দাঁড়িয়ে ঐ আঘাতপ্রাপ্ত ব্যক্তির পরনের কাপড় ধরে টেনে ছুটাতে হবে (যদি আঘাত প্রাপ্ত ব্যক্তির পরনের কাপড় শুকনো থাকে)। তাও যদি সম্ভব না হয় তাহলে শুকনো কাঠ বা শুকনো বাঁশ দিয়ে আঘাত করে ছুটাতে হবে। প্রয়োজনে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালানার ব্যবস্থা করতে হবে।
৩. ইলেকট্রিক পোল বা খুটি অথবা টাওয়ারে কাজের সময় অবশ্যই সেফটি বেল্ট ব্যবহার করতে হবে।
৪. ইলেকট্রিক পোল বা খুটি বা বৈদ্যুতিক তারে কখনও কাপড় শুকাতে দিবে না।
৫. লাইভ কন্ডাক্টার যতই নগ্ন হোক বা যতই ইন্সুলেটেড হোক খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
৬. সিঁড়ি বা মই ব্যবহার করে কাজ করার সময় অবশই একজন সাহায্যকারী দ্বারা তা ধরে রাখতে হবে। কেননা ঐ সিঁড়ি বা মই থেকে পিছলে গিয়ে বিপদ ঘটতে পারে।
৭. যেকোন ইলেকট্রিকাল মেশিনারী বা ইনস্ট্রুমেন্ট এ কারেন্ট দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে ঐ মেশিনের ইন্স্যুলেশন ভাল এবং ভাল আর্থ করা আছে
৮. নিশ্চিত না হয়ে অহেতুক কোন ইলেক্ট্রিকাল মেশিন নাড়াচাড়া বা চালানো যাবে না।
৯. বৈদ্যুতিক সঞ্চালন কোন ওভার হেড লাইনকে স্পর্শ করা যাবে না, যতক্ষণ না  নিশ্চিত হবে যে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে কারেন্ট নেই এবং সঠিকভাবে আর্থ করা আছে।
১০. ফ্লেক্সিবল তারকে কোন সময় টেনে সংযোগ বিছিন্ন করা যাবে না।
১১. কোন কন্ডাক্টারকে মোটেই ইলেক্ট্রিফাইড করা যাবে না, যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত হবে যে ঐ  তারে কেউ কাজ করছে না বা বৈদ্যুতিক সঞ্চালন লাইন ঠিক অবস্থায় আছে কিনা।
১২. কোন পোড়া ফিউজ পাল্টানোর সম্য অবশ্যই মেইন সুইচের ঢাকনা বন্ধ করে সাপ্লাই চেইন চালু করতে হবে।
১৩. সবসময় ভালভাবে আর্থ সংযোগ রাখতে হবে। কারণ নিরাপত্তা নির্ভর করে ভাল আরথিং এর উপর।
১৪. কোন ইলেকট্রিকাল প্রটেকটিভ ডিভাইস বা ইন্টারলকিং গিয়ারকে অহেতুক নাড়াচাড়া করা যাবে না। এটা আমাদের নিরাপত্তার জন্যই আছে ভাল আর্থ করা আছে কিনা। অনুমতি প্রাপ্ত হলে তা সাবধানে ব্যবহার করতে হবে।
১৫. কোন টেবিল ফ্যান ব্যবহার করার পর সংযোগ ভালভাবে বিচ্ছিন্ন করতে হবে। সুইচ অফ সবসময় নিরাপদ নয়। লীক বা দুর্বল ইন্স্যুলেশন সংযোগতি শক (ধাক্কা) দিতে পারে।
১৬. সব সময় লাইভ ওয়াটারকে সুইচের সাথে সংযোগ রাখতে হবে।
১৭. ব্যাটারীর ইলেক্ট্রোলাইট তৈরি করার সময় সালফিউরিক এসিড বা কস্টিক সোডা পানির মধ্যে দফায় দফায়
ঢালতে হবে। এর উল্টো হলে বিস্ফোরণ ঘটতে পারে।
১৮.ব্যাটারীকে চার্জ করার সময় ঘরে জেন ভালভাবে আলো বাতাস প্রবাহিত হতে পারে সে ব্যবস্থা রাখতে হবে। কোন নগ্ন বাতি ব্যাটারীর সামনে আনা যাবে না।
১৯. ইলেক্ট্রিক তারে বা সার্কিটে কোন সময় আগুন লেগে গেলে তাৎক্ষণিকভাবে মেইন সুইচ বন্ধ করতে হবেকিন্তু ইলেক্ট্রিক কারেন্টের আগুন নিভানোর জন্য পানি ব্যবহার করা যাবে না। এতে বিপদ ঘটতে পারে। এতে বালি বা মাটি নিক্ষেপ করতে হবে।
২০. যখন ফায়ার হোস ব্যবহার করা হবে তখন নিশ্চিত হতে হবে যে, পানি কোন লাইভ তারের সংস্পর্শে নেই।
২১. নিশ্চিত না হয়ে কোন ‘ফায়ার এক্সটিংগুইসার’ ব্যবহার করতে পারবে না। কারণ তা ইলেক্ট্রিক-
ক্যাল এক্সটিংগুইসার কিনা নিশ্চিত হতে হবে।



No comments

Theme images by funstickers. Powered by Blogger.